ইন্টারপোলের সাবেক প্রধানের ১৩ বছরের জেল

ইন্টারপোলের সাবেক প্রধান মেং হোংউআইকে ১৩ বছর ৬ মাসের জেল দিয়েছে চীন। এছাড়া তাকে ২০ লাখ ইউয়ান (২ লাখ ৯০ হাজার ডলার) আর্থিক জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার চীনের একটি আদালত এ রায় দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইন্টারপোলের (দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অরগানাইজেশন) সাবেক প্রধান মেং প্রথম চীনা হিসেবে ইন্টারপোল প্রধানের দায়িত্বে ছিলেন।

২০১৮ সালের শেষ দিকে ইন্টারপোল জানিয়েছিলো, নিজের দেশ চীন ভ্রমণে গিয়ে মেং’য়ের নিখোঁজ হওয়ার খবর জানান তার স্ত্রী। পরবর্তীতে জানা যায় তাকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এর কিছুদিন পরেই ইন্টারপোলের প্রধানের পদ থেকে পদত্যাগ করেন তিনি।

অভিযোগে বলা হয়, বিশাল অঙ্কের ঘুষ নিয়েছেন মেং। এ কারণে তার বিরুদ্ধে মামলাও হয়। শেষ পর্যন্ত মেং স্বীকার করেন যে, তিনি ২০ লাখ ডলার ঘুষ নিয়েছিলেন। এর প্রেক্ষিতেই তাকে ১৩ বছর ৬ মাসের জেল দেয়া হয়েছে। একই সঙ্গে চীনের আদালত তাকে ২ লাখ ৯০ হাজার ডলার জরিমানাও করেছে।

আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন না বলে জানিয়েছেন মেং।

গত মার্চে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি জানিয়েছিলো, মেং হোংউআই অপরিমিতভাবে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করেছেন বলে তদন্তে জানা গেছে। এছাড়াও, ক্ষমতার অপব্যবহার এবং দলীয় সিদ্ধান্ত অনুসরণ করতে অস্বীকার করেছেন তিনি।

আজকের বাজার/এমএইচ