পর্তুগীজ মিডফিল্ডার হুয়াও মারিওর শেষ স্পট কিকের গোলে নেইমার বিহীন পিএসজিকে টাই-ব্রেকারে পরাজিত করেছে ইন্টার মিলান।
শনিবার ম্যাকাওতে অনুষ্ঠিত প্রাক-মৌসুম এই প্রীতি ম্যাচে ব্রাজিলিয়ান সুপারস্টার খেলেননি। ইনজুরি টাইমে স্যামুয়েল লোঙ্গোর গোলে ম্যাচে সমতা ফেরায় ইন্টার। ইন্টার গোলরক্ষক সামিন হানডানোভিচ পিএসজির আদিল অচিচে ও আর্থার জাগরের বল ফিরিয়ে দিলে মারিওর গোলে ইন্টার ৬-৫ ব্যবধানে জয়ী হয়েই মাঠ ছাড়ে। চায়নায় প্রীতি ম্যাচে পেনাল্টিতে জুভেন্টাসের কাছে পরাজিত হবার একদিন পরেই এন্টোনিও কন্টের দলের এই জয় এলো।
এশিয়ান সফরের অংশ হিসেবে পিএসজির সাথে থাকা নেইমার ম্যাকাওতে না এসে চায়নার শেনজেনেই থেকে গেছেন। সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরে আসার বিষয়টি বেশ জোড়েসোড়েই সামনে চলে আসায় নেইমারের পিএসজির সাথে ম্যাকাও সফর না করাটাও অনেকেই ভিন্ন চোখেই দেখছে।
ম্যাকাওয়ের অলিম্পিক কমপ্লেক্স স্টেডিয়ামে শুরু থেকেই দুই দল বেশ আক্রমনাত্মক খেলা উপহার দিয়েছে। তারই ধারাবাহিকতায় ১০ মিনিটে আলফোনসে আরেয়োলার তিনটি দুর্দান্ত শট আটকে দেন ইন্টার গোলরক্ষক হানডানোভিচ। নতুন চুক্তিভূক্ত স্টিফানো সেনসি ও ইভান পেরিসিচ ইন্টারের আক্রমনের নেতৃত্ব দিয়েছেন। তাদের কারনে পিএসজির রক্ষনভাগে প্রায়ই বিপদে পড়েছে। নেইমারের অনুপস্থিতিতে বিশ্বকাপ বিজয়ী কিলিয়ান এমবাপ্পেও মাঝে মাঝে নিজ দক্ষতায় গোলের সুযোগ সৃষ্টি করেছেন। বিরতির ঠিক আগে পাবলো সারাবিয়ার ফ্রি-কিকে থিরো কেহরার পিএসজিকে এগিয়ে দেন।
বিরতির পর ইন্টার আরো বেশী আক্রমনাত্মক হয়ে উঠে। যদিও স্ট্রাইকারদের ব্যর্থতায় কাঙ্খিত গোলের দেখা পায়নি। ৭৮ মিনিটে পেরেসিচ ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন। তবে ইনজুরি টাইমে বদলী খেলোয়াড় লোঙ্গো ইন্টার শিবিরে স্বস্তি ফেরান।
টাই-ব্রেকারে আদিল অচিচের শট হানডানোভিচ রুখে দিলে ম্যাচটি সাডেন ডেথে গড়ায়। এন্টোনিও কানড্রেভার শট ক্রসবার দিয়ে বাইরে চলে গেলে পিএসজির সামনে জয়ের সুযোগ আসে। তবে আবারো আর্থারের শট আটকে দিয়ে হানডানোভিচ ইন্টারকে ম্যাচে ফেরান। শেষ শটে মারিও আর ইতালিয়ান জায়ান্টদের হতাশ করেননি।
পিএসজি কোচ থমাস টাচেল বলেছেন, ‘আজ আমরা যা খেলেছি তার থেকে অনেক ভাল খেলার ক্ষমতা আমাদের আছে। কন্ডিশন বেশ কঠিন ছিল। তবে সবকিছুর পরেও আমরা সবাইকে হতাশ করেছি।’
লিগ ওয়ানের নতুন মৌসুম শুরু আগে শেষ প্রস্তুতি ম্যাচে আগামী সপ্তাহে রেনের মুখোমুখি হবে পিএসজি।
আজকের বাজার/লুৎফর রহমান