ব্যাকওয়ার্ড পয়েন্টে সর্বকালের সেরা ফিল্ডার কে? এই প্রজন্মের অনেকেই দক্ষিণ আফ্রিকার লম্বা, সুদর্শন কলিন ব্লান্ডের নাম শোনেননি। তাই, তাঁরা চোখ বুজে জন্টি রোডসের নাম বলবেন। হয়তো ঠিকই বলবেন। কিন্তু, দক্ষিণ আফ্রিকারই ওই প্রাক্তন ক্রিকেটার সে আমলে এতটাই জনপ্রিয় ছিলেন যে, শুধুমাত্র ফিল্ডিং দেখিয়ে ‘শো’ করতেন।
বিরানব্বই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা যখন ২১ বছরের নির্বাসন কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিল, তখন ইনজামামউল হকের ক্যাচ ধরার জন্য পাখির মতো উড়ে গিয়েছিলেন। এভাবেও ক্যাচ ধরা সম্ভব? নিজেদের চোখ কচলে বারবার টিভি–র রিপ্লে দেখে আনন্দ পেয়েছিল ক্রিকেট–প্রেমীরা। সেই জন্টি আপাতত বিরাটদের ফিল্ডিং কোচ হতে চাইছেন। এবং এই মর্মে তিনি ভারতীয় বোর্ডে আবেদনও করেছেন।
আজকের বাজার/লুৎফর রহমান