জাতীয় সংসদের সাবেক হইপ ও খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশরাফ হোসেন ১৮ জুলাই ২০২০ ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……রাজিউন)।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ ভোর সাড়ে ৪টায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস ও হৃদরোগসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ২ পুত্র ও ১ কন্যা, নাতি- নাতনীসহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন।
আজ বিকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মরহুম আশরাফ হোসেন খুলনা-৩ আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন। তথ্য-বাসস
আজবের বাজার/আখনূর রহমান