ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ঢাকায় আসছেন আজ

দুই দিনের রাষ্ট্রীয়  সফরে  শনিবার ২৭জানুয়ারি বিকালে ঢাকায় আসছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। বিকাল সাড়ে ৩ টায় ঢাকায় পৌঁছার কথা রয়েছে তাঁর ।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ অ্যাডভোকেট। দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে এ সফরে আসছেন তিনি।

ঢাকায় পৌছে উইদোদো জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।সেই সঙ্গে ধানমণ্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরও পরিদর্শন করবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। এছাড়া মায়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিন দেখতে কক্সবাজার যাবেন তিনি।

সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির দেয়া নৈশভোজে যোগ দেবেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রেসিডেন্ট উইদোদো।

আজকের বাজার:এসএস/২৭জানুয়ারি ২০১৮