ইন্দোনেশিয়ায় বন্যায় ৩৪ জনের প্রাণহানি, নিখোঁজ ১৬

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা দ্বীপে বন্যায় কমপক্ষে ৩৪ জনের প্রাণহানি ও আরও ১৬ জন নিখোঁজ রয়েছে। পশ্চিম সুমাত্রা দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র রোববার এ তথ্য  জানান।
প্রদেশের দুটি জেলার তথ্য উল্লেখ করে মুখপাত্র ইলহাম ওয়াহাব এএফপিকে জানান, আগামে ১৬ ও তানাহ দাতারে ১৮ জন মিলে এখন পর্যন্ত আমাদের কাছে  ৩৪ জনের মৃত্যুর  সংবাদ রয়েছে । এছাড়াও কমপক্ষে ১৮ জন আহত  ও নিখোঁজ  ১৬ জনের সন্ধান করা হচ্ছে। খবর এএফপি’র। (বাসস ডেস্ক)