ইন্দোনেশিয়া সরকার সোমবার দেশটির পূর্ব কালিমান্তান প্রদেশে অবস্থিত নতুন রাজধানী নুসান্তারায় তাদের প্রথম পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বৈঠক করেছে। খবর সিনহুয়ার।
প্রেসিডেন্ট জোকো উইদোদোর নেতৃত্বে এই বৈঠকটি গারুদা প্রাসাদে অনুষ্ঠিত হয়। এতে ভাইস প্রেসিডেন্ট মারুফ আমিন এবং সকল মন্ত্রী অংশ নেন।
বৈঠকে বর্তমান সরকারের মূল্যায়ন এবং নতুন সরকারের উত্তরণসহ আগামী বছরের কর্মসূচির ওপর আলোকপাত করা হয়েছে বলে জানা গেছে।
আসন্ন স্বাধীনতা দিবস উদযাপন এই সপ্তাহের শনিবার নুসানতারায় অনুষ্ঠিত হবে। এই মেগা প্রকল্প বাস্তবায়নে মাল্টি-বিলিয়ন-ডলার ব্যয় হবে।
প্রেসিডেন্ট উইদোদোর উত্তরসূরি প্রবোও সুবিয়ান্তো তার সাথে থাকবেন। এই বছরের অক্টোবরে উইদোদো তার মেয়াদ শেষ করবেন। চলতি বছরের ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে সুবিয়ান্তো বিজয়ী হন। উইদোদোর বড় ছেলে জিবরান রাকাবুমিং রাকা জাকার্তায় মারুফ আমিনের নেতৃত্বে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। তিনি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। (বাসস ডেস্ক)