ইন্দোনেশিয়ার পূর্ব জাভার মালাং-এ শনিবার গভীর রাতে একটি ম্যাচের পর ক্ষুব্ধ ভক্তরা একটি ফুটবল মাঠে আক্রমণ করলে কমপক্ষে ১২৭ জন নিহত হয়। পুলিশ এ কথা জানিয়েছে।
পূর্ব জাভা পুলিশ প্রধান নিকো আফিন্তা রবিবার এক বিবৃতিতে বলেন, ‘ঘটনায় ১২৭ জন মারা গেছে, যাদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। ৩৪ জন স্টেডিয়ামের ভিতরে মারা যান এবং বাকিরা হাসপাতালে মারা যান।’