ইন্দোনেশিয়ারয় ৬.২ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি এবং সুনামি সতর্কতাও জারি করা হয়নি। খবর বাসস

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে,পশ্চিম সুমাত্রার উপকূলবর্তী সাইমেলিউ দ্বীপের অদূরে ৬ দশমিক ২ তীব্রতার ভূমিকম্প ভূ-পৃষ্ঠের ২০ কিলোমিটার (১২.৫মাইল) গভীরে আঘাত হানে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূপ্রাকৃতিক ব্যুরো জানিয়েছে, এতে সুনামির কোনো আশঙ্কা নেই।
তবে লোকজন আতংকিত হয়ে বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসে।

উল্লেখ্য, ২০১৮ সালে সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ তীব্রতার ভূমিকম্প আঘাত হানলে এতে ২হাজার ২‘শ-এর বেশি লোক নিহত ও অপর অন্তত এক হাজার জন নিখোঁজ হয়।

আজকের বাজার/লুৎফর রহমান