ইন্দোনেশিয়ার গির্জায় আত্মঘাতী হামলা, নিহত ৯

ইন্দোনেশিয়ার পর্যটন নগরী সুরাবায়াতে তিনটি গির্জায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছে। দুই জন পুলিশ সদস্যসহ এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। খবর সিএনএনের।

রোববারের স্থানীয় সময় সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।

দেশটির কর্তৃপক্ষ বলছে, সান্তা মারিয়া ক্যাথলিক চার্চে প্রথম বিস্ফোরণটি ঘটানো হয়। এই হামলায় প্রাণ যায় অন্তত চারজনের। প্রায় একই সময়, শহরটির অপর দুই উপাসনালয় ইন্দোনেশিয়ান ক্রিশ্চিয়ান চার্চ এবং পেন্টেকোস্ট সেন্ট্রাল চার্চে চালানো হয় আত্মঘাতী হামলা। এই দুটি গির্জায় প্রাণ হারান বাকি চারজন।আর একজন মারা যায় হাসপাতালে।

আহতদের স্থানীয় হাসপাতালগুলোয় চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকদের শঙ্কা, বাড়তে পারে প্রাণহানির সংখ্যা। এখনও কেউ হামলাগুলোর দায় স্বীকার করেনি।

তবে, দেশটির গোয়েন্দা বিভাগ প্রাথমিকভাবে এসব হামলার জন্য আইএস মতাদর্শে বিশ্বাসী ‘জামাহ-আনসারুত-দৌলা’কে দায়ী করছে।

ইন্দোনেশিয়া সুরাবায়া পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুং বলেন, সান্তা মারিয়া ক্যাথলিক চার্চে সবচেয়ে বড় বিস্ফোরণ ঘটেছে। যাকে, আত্মঘাতী হামলা হিসেবেই চিহ্নিত করেছে নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থলেই একজন প্রাণ হারান, বাকিদের হাসপাতালে নেয়া হলে মারা যান। দায়িত্বে থাকা পুলিশ সদস্যসহ এই গির্জার হামলায় আহত হয়েছেন আরও ১৫ জন। হামলার শিকার বাকি গির্জাগুলো থেকেও আসছে হতাহতের খবর।

রাসেল/