ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ব্ল্যাক বক্স ডুবুরিরা উদ্ধার করেছে। গত বছর বিমানটি বিধ্বস্ত হয়। এতে ওই বিমানে থাকা ১৮৯ জনের সকলেই প্রাণ হারায়। সোমবার ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
ইন্দোনেশিয়ার জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটির প্রধান হারিও সাতমিকো এএফপি’কে বলেন, ‘আমরা আজ সকাল ৯টার দিকে ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করেছি।’