ইন্দোনেশিয়ার সঙ্গে ৫টি চুক্তি সই

ইন্দোনেশিয়া ও বাংলাদেশের মধ্যে সহযোগিতামূলক পাঁচটি চুক্তি সই হয়েছে। আজ  রোববার ২৮জানুয়ারি সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেসিডেন্ট জোকো উইদোদো ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে চুক্তি সই হয়।

এদিন দুই নেতার উপস্থিতিতে ইন্দোনেশিয়া থেকে ‘লিকুইড ন্যাচারাল গ্যাস’ (এলএনজি) আমদানিসহ ৫টি সমঝোতা চুক্তি সই হয়। এর আগে ১০টার কিছু আগে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে্ একান্ত বৈঠক করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকের পর উইদোদো কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। তাদের মুখ থেকে শুনবেন তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা। রাতে ঢাকায় ফিরেই জাকার্তার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর।

উল্লেখ্য, তিনদিনের রাষ্ট্রীয় সফরে গতকাল শনিবার ঢাকায় এসে পৌঁছেছেন জোকো।

আজকের বাজার:এসএস/২৮জানুয়ারি ২০১৮