ইন্দোনেশিয়ায় ব্যাপক অগ্ন্যুৎপাতের কারণে ভয়াবহ সুনামির আশংকায় বৃহস্পতিবার বিপদ সংকেত বাড়ানো হয়েছে। আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে নতুন করে অগ্ন্যুৎপাত শুরু হওয়ায় আবারো প্রাণঘাতী সুনামির হুমকি সৃষ্টি হওয়ায় আগের সতর্কতা জারির পর এ সংকেত জোরদার করা হলো।
কর্তৃপক্ষ আনাক ক্রাকাতোয়া সমুদ্র সৈকতের পাঁচ কিলোমিটারের মধ্যে লোকজনকে চলাফেরা না করার পরামর্শ দিয়েছে। এর আগের বিপদ সংকেতে এ সৈকতের দুই কিলোমিটারের মধ্যে লোকজনকে বিচরণ না করার কথা বলা হয়েছিল। এছাড়া আতংকগ্রস্ত লোকজনকে উপকূল অঞ্চল থেকে সরে গিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। শনিবার রাতের ভয়াবহ সুনামির আঘাতে চার শতাধিক মানুষ প্রাণ হারানোর পর নতুন করে সুনামি আঘাতের আশংকা দেখা দেয়ায় এ বিপদ সংকেত জারি করা হলো।
আগ্নয়গিরির জ্বালামুখ দিয়ে নতুন করে ছাইভস্ম আকাশে উদগিরণ হওয়ায় এবং লাভা গড়িয়ে পড়ায় এ অঞ্চলে উত্তাল সমুদ্রের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
এ কারণে কর্তৃপক্ষ দ্বিতীয় সর্বোচ্চ বিপদ সংকেতকে বাড়িয়ে সর্বোচ্চ বিপদ সংকেত জারি করেছে। এদিকে বিমানের পাইলটদের এ অঞ্চল এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।
ক্রাকাতোয়া পর্যবেক্ষণের দায়িত্বে নিয়োজিত সিনিয়র কর্মকর্তা বৃহস্পতিবার বলেন, ‘সেখানে অগ্ন্যুৎপাতের ধরন পরিবর্তন হওয়ার কারণে এ সংক্রান্ত বিপদ সংকেত আমরা জোরদার করেছি।’
তথ্য-বাসস
আজকের বাজার/এমএইচ