ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাতের ফলে সৃষ্ট ভূমিধসে ৫ শতাধিক পর্বতারোহী ও গাইড একটি সক্রিয় আগ্নেয়গিরির উপর আটকা পরেছে। খবর এএফপি’র।
ন্যাশনাল পার্কের এক কর্মকর্তা জানান, ভূমিকম্প আঘাত হানার ২৪ ঘন্টা পরেও বিনোদন দ্বীপটিতে পর্যটকরা আটকে রয়েছে।
রিনজানি ন্যাশনাল পার্কের প্রধান সুদিয়ানো বলেন, এখনো ৫শ’ ৬০ জন আটকে আছে। এর মধ্যে সিগারা আনাকান এলাকায় ৫ শ’ এবং বাতু সিপারে ৬০ জন পর্যটক আটকে রয়েছে।
আজকের বাজার/একেএ