ইন্দোনেশিয়ায় একটি ফেরি ডুবির ঘটনায় অন্তত ৩১ জনের প্রাণহানি ঘটেছে। এ দুর্ঘটনায় আরও ৪১ জন যাত্রী নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার ফেরিডুবির এ ঘটনায় এখন পর্যন্ত ১৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা। খবর এএফপি।
খবরে বলা হয়, ফেরিতে ১৬৪ জন যাত্রী ও ৪৮টি গাড়ি ছিল। উদ্ধারকারীরা ১৩০ জনকে জীবিত উদ্ধার করেছে। তিনজন এখনও নিখোঁজ রয়েছে। বাকি ৩১ জন পানিতে ডুবে মারা গেছে। বাজে আবহাওয়ার মধ্য দিয়ে ছেড়ে আসা ফেরিটি এদিন সুলাওয়েসি দ্বীপের কাছে এলে এর ভেতরে পানি প্রবেশ করতে শুরু করে।
ডুবে যাওয়ার সময় তীরের খুব কাছাকাছি থাকায় ফেরির ক্যাপ্টেন এটিকে একটি প্রবাল প্রাচীরের কাছে নিয়ে যেতে সক্ষম হন।
প্রসঙ্গত, মাত্র কয়েক সপ্তাহ আগে (১৮ জুন) সুমাত্রায় বিশ্বের গভীরতম আগ্নেয় হ্রদ তোবায় অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় দুইশতাধিক লোকের মৃত্যু হয়। এএফপি
আজকের বাজার/এমএইচ