ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ফ্লোরেসের কাছে মঙ্গলবার ৫ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। ভয়াবহ সুনামি আঘাত হানার মাত্র চার দিন পর দেশটিতে ফের ভূমিকম্পের ঘটনা ঘটলো।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ফ্লোরেসের এনদে শহর থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।

এর আগে গত শুক্রবার দেশটির সুলাবেসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির আঘাতে কমপক্ষে ৮৪৪ জন নিহত হয়েছে। তবে কর্তৃপক্ষের ধারণা এ দুর্যোগে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

তবে এ ভূমিকম্পটির পর ফ্লোরেসে কোনো সুনামি সতর্কতা জারি করার খবর পাওয়া যায়নি। সূত্র: বিবিসি

আজকের বাজার/এমএইচ