ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে স্থানীয় পর্যটকদের বহনকারী একটি বাস রাস্তা উল্টে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। শনিবার পশ্চিম জাভা প্রদেশের সুবাং অঞ্চলের টাংকুবান পারাহু পর্বতের কাছে একটি উষ্ণ প্রস্রবণে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, প্রায় ৪০ জন যাত্রী নিয়ে টাংকুবান পারাহু পর্বতের কাছে একটি উষ্ণ প্রস্রবণে যাচ্ছিলো বাসটি। কিন্তু প্রতিমধ্যে দুর্ঘটনার কবলে পড়ে ২৫জন নিহত হয়। আর চালকসহ অন্তত১৬ জন আহত হয়।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, পাহাড়ি পথ বেয়ে নিচে নামার সময় টাংকুবান পারাহু পর্বতের কাছে একটি উষ্ণ প্রস্রবণে মোটর সাইকেলের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়েছে বলে ধারণা করছে পুলিশ। বাসটির অধিকাংশ যাত্রী বানতেন প্রদেশের দক্ষিণ তানগেরাং এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার মূল কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন সুবাংয়ের পুলিশ প্রধান বুধি হেন্ডরাত্নো।
আজকের বাজার : আরএম/১১ ফেব্রুয়ারি ২০১৮