ইন্দোনেশিয়ায় লায়ন এয়ারের বিধ্বস্ত হওয়া বিমানের আর কেউ বেঁচে নেই। দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রতিনিধি বামব্যাং সুরিও আনজি একথা জানিয়ে বলেন, ‘দুর্ঘটনা স্থল থেকে অনেকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখন আর ওই বিমানের কেউ জীবিত নেই।’
তিনি আরো জানান, অনুসন্ধান এলাকার পরিধি বাড়িয়ে ১৫০ বর্গ নটিক্যাল মাইল করা হয়েছে।
কাল ২৯ অক্টোবর (সোমবার) লায়ন এয়ারলাইনের ফ্লাইট জেট ৬১০ জাকার্তা থেকে পঙ্কালের উদ্দেশ্যে যাওয়ার পথে জাভা সাগরে বিধ্বস্ত হয়। বিমানটিতে মোট ১৮৯ আরোহী ছিল। তথ্যসূত্র-বাসস
আজকের বাজার/এমএইচ