ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় আচেহ প্রদেশে বুধবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯৭ জনে দাঁড়িয়েছে।
এতে আরো পাঁচ শতাধিক লোক আহত হয়। ভূ-পৃষ্ঠের সামান্য গভীরে এটি আঘাত হানে। ওই প্রদেশ থেকে শীর্ষ সামরিক এবং ত্রাণ কর্মকর্তারা একথা জানান।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য মতে রিকটার স্কেলে ভূকম্পনটির মাত্রা ছিলো ৬.৬। ভূমিকম্পটির কেন্দ্র ছিলো সুমাত্রা দ্বীপের সিগলি শহরের কাছে, ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে।
দেশটির আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, এই ভূমিকম্পের ফলে কোনো ধরনের সুনামির আশঙ্কা তারা করছেন না।
খবরে প্রকাশ, ওই এলাকার বেশ কিছু ভবন ভেঙে পড়েছে, অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। স্থানীয় কর্তৃপক্ষ ভারী যন্ত্রপাতি নিয়ে উদ্ধার কাজ শুরু করেছে।
উল্লেখ, ২০০৪ সালে ৯.২ মাত্রার প্রলঙ্করী এক ভূমিকম্প ও সুনামিতে ভারত মহাসাগরের ঊপকূলে থাকা ইন্দোনেশিয়া ও অন্যান্য দেশের অনেক জনপদ ভেসে যায়। তখন কেবল আচেহ প্রদেশেই মারা পড়েছিলেন ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ।