ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে বুধবার স্থানীয় সময় দুপুর একটা ২৮ মিনিটে একটি ভূমিকম্পে দুইজন নিহত হয়েছেন। এতে অপর ২১ জন আহত হন। বৃহস্পতিবার দেশটির দুর্যোগ সংস্থার এক কর্মকর্তা এসব কথা জানান। সিনহুয়া’র সূত্রে এসব তথ্য জানা যায়।
ভূমিকম্পের ঘটনায় প্রদেশটিতে তিন শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভূতাত্ত্বিক ও আবহাওয়া সংস্থা জানায়, বুধবার স্থানীয় সময় দুপুর একটা ২৮ মিনিটে এই প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠের মাত্র চার কিলোমিটার গভীরে আঘাত হানা এই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৪।
প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো বলেন, ভূমিকম্পে বনজার্নাগড়া জেলার কালিবানিংয়ে সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে। এতে ৩১৬টি ঘরবাড়ি, ৪টি মসজিদ ও ২টি স্কুল ভবন ধসে পড়েছে। ভূমিকম্পের ঘটনায় ২ হাজার ১০৪ জন তাদের ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয় শিবিরে উঠেছে।
সুতোপো জানান, উদ্ধার ও দুর্যোগ দপ্তরের কর্মীদের পাশাপাশি প্রায় ২শত সৈন্য ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় যৌথভাবে ত্রাণ বিতরণ করছে।
সুতোপো বলেন, ভূমিকম্পের পর ২ হাজারের বেশী লোককে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। আহত সকলকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।
আজকের বাজার/একেএ