ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪জনে। আহত হয়েছে শতাধিক। নিখোঁজ রয়েছে আরও অনেকে।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
শুক্রবার উপকূলীয় সুলাবাসি প্রদেশের পালু শহরে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এরপর ১০ ফুট উচ্চতার সুনামির আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় দু’টি শহর ও বেশ কিছু স্থাপনা।
ভূমিকম্প ও সুনামির আঘাতে সুলাবাসি প্রদেশের বালু শহরে উপকূলীয় নদীর ওপর বিশাল একটি সেতু ভেঙে পড়ে। মুহূর্তেই ধ্বংসস্তুপে পরিণত হয় শহরটি।
এর আগে ২০০৪ সালের ডিসেম্বর ইন্দোনেশিয়ায় ৯.১ মাত্রা প্রচণ্ড ভূমিকম্প ও সুনামিতে দুই লাখ ৩০ হাজার মানুষ নিহত হয়। তথ্য-ইউএনবি।
আজকের বাজার/এমএইচ