ইন্দোনেশিয়ার প্রত্যন্ত দ্বীপে সপ্তাহান্তে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হয়েছে। কয়েক হাজার লোক ঘর-বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে। একজন সরকারি কর্মকর্তা বুধবার এ কথা জানান।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে, নর্থ মালুকু প্রদেশের টারনেট শহরের ১৬৫ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭.৩। গত রোববার সন্ধ্যায় এই ভূমিকম্প আঘাত হানে।
দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র অগাস উইবো জানান, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে পাঁচজন নিহত হয়েছে।
ভূমিকম্পে প্রায় এক হাজার বাড়ি-ঘর ধ্বংস হয়েছে এবং তিন হাজারেরও বেশি লোককে সরকারি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ এ পরিস্থিতিকে জরুরি বিবেচনায় নিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করছে।
নর্থ মালুকু প্রদেশে চলতি মাসের প্রথম দিকেও ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৯।