ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে ৮৪৪

APTOPIX Indonesia Earthquake

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সুলাওয়েসি দ্বীপে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে ৮৪৪ জনে দাঁড়িয়েছে। সেই সাথে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৫০ হাজার বাসিন্দা।

নিহতদের বেশিরভাগই পালু শহরের। কিন্তু অন্যান্য উপকূলীয় শহরের তথ্য এখনো খুব বেশি একটা পাওয়া যায়নি।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরো নুগ্রহো জানান, আগের দিনের তুলনায় সোমবার নিহতের সংখ্যা আরো ১২ জন বেড়েছে।

শুক্রবার সন্ধ্যায় ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এবং এর ফলে সৃষ্ট সুনামির কারণে উপকূলের কিছু জায়গায় ২০ ফুট উচ্চতার বিশাল ঢেউ আছড়ে পড়ে। অনেক ভবন ধসে গেছে এবং উদ্ধারকারীরা হতাহতদের সন্ধানে এখনো কাজ করে যাচ্ছেন। নিহতদের গণকবরে দাফন করা হচ্ছে।

পরপর দুটি প্রাকৃতিক দুর্যোগে পালু শহরের অসংখ্য স্থাপনাসহ হাজারো ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। ভেঙে পড়ে মসজিদ, শপিং মল, হোটেল, হাসপাতাল, সেতু ও রাস্তাঘাট। পালু বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ ব্যবস্থা। এতে উদ্ধারকাজও বাধার মুখে পড়েছে।

এর আগে ২০০৪ সালের ডিসেম্বরে ইন্দোনেশিয়ায় ৯.১ মাত্রার প্রচণ্ড ভূমিকম্প ও সুনামিতে দুই লাখ ৩০ হাজার মানুষ নিহত হয়। তথ্য-ইউএনবি।

আজকের বাজার/এমএইচ