ইন্দোনেশিয়ায় শুক্রবার আঘাত হানা ভয়াবহ ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে নিহতের সংখ্যা ৮৩২ ছাড়িয়েছে।
রোববার দেশটির দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরো নুগ্রহো জানান, সুলাওয়েসী দ্বীপে নিহতের সংখ্যা বেড়ে ৮৩২ জনে দাঁড়িয়েছে। অধিকাংশই পালুতে মারা গেছে।
আহত হয়েছে কয়েকশ’ মানুষ। এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে অসংখ্য মানুষ। তাদের জীবিত উদ্ধার করে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকরা।
পার্শ্ববর্তী উপকূলীয় এলাকায় হতাহতদের সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
শুক্রবার উপকূলীয় সুলাওয়েসী দ্বীপের পালু শহরে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাতে। এরপর সৃষ্ সুনামির ১০ ফুট উচ্চতার বিশাল ঢেউ পালু শহরকে ভাসিয়ে নিয়ে যায়। প্রায় চার লাখ মানুষ বসবাসকারী শহরটি মুহূর্তেই ধ্বংসস্তুপে পরিণত হয়।
পরপর দু’টি প্রাকৃতিক দুর্যোগে অসংখ্য স্থাপনাসহ হাজারো ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। ভেঙে পড়ে মসজিদ, শপিং মল, হোটেল, হাসপাতাল, সেতু, রাস্তাঘাট। পালু বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ ব্যবস্থা। এতে উদ্ধারকাজও বাধার মুখে পড়েছে।
এর আগে ২০০৪ সালের ডিসেম্বর ইন্দোনেশিয়ায় ৯.১ মাত্রা প্রচণ্ড ভূমিকম্প ও সুনামিতে দুই লাখ ৩০ হাজার মানুষ নিহত হয়। তথ্য-ইউএনবি।
আজকের বাজার/এমএইচ