ইন্দোনেশিয়ায় মাছ ধরার নৌকা ডুবে ১০ জন নিখোঁজ

আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির কাছে ইন্দোনেশিয়ার জলসীমায় ১৬ জন জেলেসহ একটি মাছ ধরার নৌকা ডুবে যায় এবং এই ঘটনায় ১০ জন জেলে নিখোঁজ রয়েছে।
ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা বলেছে, সুন্দা প্রণালীতে বিশাল ঢেউয়ের ধাক্কায় বৃহস্পতিবার ইঞ্জিন চালিত এই নৌকাটি ডুবে যায়।
সংস্থার মুখপাত্র মোহাম্মদ ইউসুফ শনিবার এএফপিকে বলেন,“ ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, অপর ১০ জনকে উদ্ধারে অনুসন্ধান চলছে।”
তিনি বলেন, জেলেরা সাঁতার কেটে নিকটবর্তী রাকাতা দ্বীপে যাওয়ার চেষ্টা করছিল।
৬ জন ডুবন্ত নৌকায় ফিরে আসে , তাদের উদ্ধার করা হয়েছে। তবে যারা সাঁতার অব্যাহত রেখেছিল তাদের পরিণতি সম্পর্কে কিছু জানা যায়নি। উদ্ধারকারীরা শনিবার পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।