ইন্দোনেশিয়ার লোম্বক দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে ৭০ হাজারেরও বেশী লোক গৃহহীন হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে তাদেরকে বিভিন্ন অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রাত কাটাতে হচ্ছে। এদিকে দুর্যোগ কবলিত এলাকায় খাদ্য, ঔষধ ও বিশুদ্ধ খাবার পানির ঘাটতি দেখা দিয়েছে। খবর এএফপি’র।
বুধবার (৮ আগস্ট) কর্তৃপক্ষ এসব কথা জানিয়েছে।
রোববার লোম্বক দ্বীপে রিখটার স্কেলে ৬.৯ মাত্রার এ শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ১০৫ জন নিহত হয়। এতে স্থানীয় লোকজন ও পর্যটকদের মধ্যে আতংকের সৃষ্টি হয়। দ্বীপটিতে আরেকটি ভূমিকম্পের আঘাতে ১৭ জন প্রাণ হারানোর মাত্র এক সপ্তাহ পর এ ভূমিকম্প আঘাত হানলো।
সর্বশেষ এ ভূমিকম্পে প্রায় ২৩৬ জন মারাত্মকভাবে আহত হয়েছে। এতে হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ ভূমিকম্প কবলিত এলাকায় চিকিৎসার সুবিধার্থে আরো স্বাস্থ্য কর্মীর এবং মৌলিক জিনিসপত্র সরবরাহের আবেদন করেছে।
জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগ বুধবার বলেন, দুর্যোগ কবলিত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়ার প্রচেষ্টা জোরদার করা হয়েছে। তবে সেখানে এখনো অনেক সমস্যা রয়ে গেছে। এসব সমস্যার কারণে উদ্ধার কার্যক্রম অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ক্রমেই বাড়ছে। এতে হাজার হাজার ঘরবাড়ি ধসে পড়ায় ৭০ হাজারের বেশী লোককে সরিয়ে নেয়া হয়েছে।
ভূমিকম্পের পর দ্বীপটিতে উদ্ধার অভিযান চলতে থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
আজকের বাজার/একেএ