ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় বুধবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯। তবে এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি। এ দ্বীপ রাষ্ট্রের মালুকু প্রদেশের তুয়াল নগরীর প্রায় ২৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সমুদ্র তলদেশের ৬১ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশ হচ্ছে বিশ্বের অধিক দুর্যোগ-প্রবণ দেশগুলোর অন্যতম। ২০১৮ সালে দেশটির সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্প ও সুনামির আঘাতে চার হাজার ৩শ’র বেশি লোক প্রাণ হারায়। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান