ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো দেশটির ফুটবল ম্যাচগুলোর নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন।
স্টেডিয়ামে ভক্ত ও পুলিশের মধ্যে সংঘর্ষে ১২৯ জন নিহত হওয়ার পর রোববার তিনি এ নির্দেশ দেন।
প্রেসিডেন্ট উইদোদো টেলিভিশনে এক বিবৃতিতে বলেন, ফুটবল ম্যাচ এবং নিরাপত্তা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার জন্যে দেশটির ক্রীড়া ও যুবমন্ত্রী, জাতীয় পুলিশ প্রধান ও ইন্দোনেশীয় ফুটবল এসোসিয়েশান প্রধানকে নির্দেশ দেয়া হয়েছে।