ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিলো রিখটার স্কেলের ৫.৭। আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে সিনহুয়া এ খবর জানিয়েছে।
সিনহুয়াকে আবহাওয়া বিভাগের এক কর্মকর্তা জানিয়েছে, মালুকু প্রদেশের ৩৫ কিলোমিটার উত্তরপূর্বে সেরাম তিমুরে স্থানীয় সময় সকাল ১০টা ৫১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সমুদ্র তলদেশের ১০ কিলোমিটার গভীরে।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ার অবস্থান ভূমিকম্প প্রবণ অঞ্চলে হওয়ায় দেশটিতে প্রায় ভূমিকম্প আঘাত হানে।
আরএম/