ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার ১৩ আগস্ট ভোররাতে বেঙ্গকুলু শহরের ৮১ কিলোমিটার পশ্চিমে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের খবর জানা যায়নি। ভূমিকম্পে কেঁপে ওঠে পার্শ্ববর্তী সিঙ্গাপুর।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস সূত্রে জানানো হয়, রিখটার স্কেলে ৬.৫ মাত্রার এ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ৬৭ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের ফলে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার আবহাওয়া অধিদপ্তর।
আজকের বাজার: এমএম/ ১৩ আগস্ট ২০১৭