ইন্দোনেশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৯১

An Acehnese man and a police officer survey the damage after an earthquake in Ulhee Glee, Aceh province, Indonesia, Thursday, Dec. 8, 2016. Thousands of people in the Indonesian province of Aceh took refuge for the night in mosques and temporary shelters after a strong earthquake Wednesday killed a large number of people and destroyed dozens of buildings. (AP Photo/Binsar Bakkara)

ইন্দোনেশিয়ার লমবোক দ্বীপে রিখটার স্কেলের ৭ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ৯১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কয়েকশ লোক। খবর বিবিসির।

রোববারের (৫ আগস্ট) এ ভূমিকম্পের পর দেশটিতে সুনামি সর্তকতা জারি করা হলে পরে তা উঠিয়ে নেয়া হয়।

এছাড়া এ ভূমিকম্পে হাজার হাজার বাড়িঘর ভেঙে পড়েছে এবং বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ যোগাযোগ। এদিকে মৃতের সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে উদ্ধারকারী দল।

লমবোক দ্বীপটি ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র বালি দ্বীপের কাছে। ভিডিও ফুটেজে দেখা যায় ভূমিকম্পের পর আতঙ্কিত হয়ে বালি দ্বীপের লোকজন ছোটাছুটি শুরু করে। ভূমিকম্পের পর আরও দু’টি ছোট কম্পন অনুভূত হয়।

উদ্ধারকর্মীরা সংবাদমাধ্যমকে জানায়, ভূমিকম্পে পর্যটন দ্বীপটির বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ। ভেঙ্গে গেছে রাস্তাঘাট।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, রিখটার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ৭। এক সপ্তাহ আগে একই অঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। তখন ১৭ জনের প্রাণহানি ও দেড় শতাধিক মানুষ আহত হয়। সেসময় পাহাড়ধস হয়ে দ্বীপটির বিভিন্ন এলাকায় পর্যটক আটকাও পড়েছিল, পরে তাদের উদ্ধার করা হয়।

আজকের বাজার/একেএ