ইন্দো-বাংলা ফার্মার আইপিওতে আবেদন শুরু ৮ এপ্রিল

পুঁজিবাজারে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৮ এপ্রিল থেকে; যা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

পুঁজিবাজার থেকে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করবে ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস। ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।

এ উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি কারখানা, প্রশাসনিক ভবন, গুদাম ও গ্যারেজ ভবন নির্মাণ, মেশিনারিজ ক্রয় এবং আইপিও খাতে ব্যয় করবে কোম্পানিটি।

২০১৭ সালের ৩ অক্টোবর বিএসইসির ৬১৩তম সভায় প্রাথমিক গণ প্রস্থাবের (আইপিও) অনুমোদন পায় কোম্পানিটি। এই আইপিও অনুমোদনের ৫ মাস পরে গত ১৯ ফেব্রুয়ারি সম্মতিপত্র পেয়েছে কোম্পানিটি।

৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৬২ টাকা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১১.৬৩ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড, ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।

আরএম/