পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড অর্ধবার্ষিক (জুলাই’১৮-ডিসেম্বর’১৮) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে । কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, অর্ধবার্ষিকে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩০ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিলো ০.২৭ টাকা।
এদিকে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১২ টাকা। যা এর আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ০.১৩ টাকা।
এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.২৫ টাকা। শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৭৬.৮৫ টাকা।