ইপিএস প্রকাশ  করেছে ফ্যামিলি টেক্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফ্যামিলি টেক্স বিডি লিমিটেডের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে ।

প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ১৭) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০০২ পয়সা। এর আগের বছরের একই সময়ে যা ছিল ০০৬ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০১৭ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা ৯৯ পয়সা।

এদিকে দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ০০১ পয়সা। আগের বছর একই সময় ছিল ০১৪ পয়সা।

শেষ ৩ মাসে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ০০৩ পয়সা। আগের বছর একই সময় আয় করেছিল দশমিক ১৩৪ পয়সা।

আজকের বাজার:এসএস/১১ফেব্রুয়ারি ২০১৮