পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান ফিড লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’১৮) অনিরীক্ষত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে।
কোম্পানির সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র মতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯১ টাকা। যা আগের বছর একই সময় শেয়ার প্রতি আয় ছিল ০.৮৬ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস বেড়েছে ০.০৫ টাকা।
এদিকে, ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’১৮) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.২৮ টাকা। যা আগের বছর একই সময় শেয়ার প্রতি আয় ছিল ২.০৪ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস বেড়েছে ০.২৪ টাকা।
এছাড়া শেয়ার প্রতি কার্যকর নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১.৬৫ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১.২৭ টাকা।
৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩১.০৮ টাকা, ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরে যা ছিল ৩৩.৬৮ টাকা।