ইপিজেডে কর্মরত বিদেশীদের জন্য কমিশারিয়েট হচ্ছে

শাহ্জাহান সাজু :
মংলা, উত্তরা ও ঈশ্বরদী ইপিজেডে কর্মরত বিদেশী নাগরিকদের জন্য পৃথক তিনটি কমিশারিয়েট স্থাপন করতে যাচ্ছে সরকার। এই কমিশারিয়েটগুলো রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপরে (বেপজা) তত্ত্বাবধানে স্থাপিত হবে। এজন্য শিগগিরই বেপজাকে কমিশারিয়েটগুলো স্থাপনের অনুমতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে ইপিজেডের বিনিয়োগকারীদের বিভিন্ন সমস্যা পর্যালোচনার লক্ষ্যে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় এ বিষয়ে সম্মতি প্রদান করা হয়।
সূত্র জানায়, কমিশারিয়েটগুলো হল দোকানে মত। তারা ইপিজেডে কর্মরত বিদেশী নাগরিকদের জন্য বিভিন্ন ব্র্র্যান্ডের অ্যালকোহলসহ প্রয়োজনীয় দ্রব্যাদি যোগান দিয়ে থাকে। সভায় কর্ণফুলী ইপিজেডের কমিশারিয়েট লাইন্সেস নবায়নের জন্য সংশ্লিষ্ট হাউসগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র জানায়, দেশের তথ্য-প্রযুক্তি কোম্পানি,গার্মেন্টস ও টেক্সটাইল কারখানা, বায়িং হাউজ, এনজিও, বহুজাতিক কোম্পানি, অবকাঠামো নির্মানকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে লাখ লাখ বিদেশীরা কাজ করেন। বিনিয়োগ বোর্ডের তথ্য অনুযায়ী,প্রতি বছর গড়ে ১২ হাজার বিদেশী বিনিয়োগ বোর্ড থেকে ওয়ার্ক পারমিট নেন। এর বাইরে বেপজা ও এনজিও বিষয়ক ব্যুরো’র কাছেও কয়েক হাজার বিদেশী কর্মীর নিবন্ধন রয়েছে। বিদেশী কর্মীদের মধ্যে ভারত, শ্রীলঙ্কা, চীন, ভিয়েতনাম, ফিলিপাইন, পাকিস্তান ছাড়াও আফ্রিকা,ইউরোপ ও আমেরিকার নাগরিকরাও বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন।

আজকের বাজার : এসএস / ওএফ/ ১৬ জানুয়ারি ২০১৮