বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির এক বিশাল আয়োজনসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ জুন) রাজধানীর রমনায় অবস্থিত পুলিশ কনভেনশন হলে এ ইফতার মাহফিল আয়োজিত হয়।
এ ইফতার মাহফিল চলচ্চিত্র শিল্পী, পরিচালক, প্রযোজক, কলাকুশলীদের মিলনমেলায় পরিণত করে। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পুলিশের সাবেক আইজি একেএম শহীদুল হক।
মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘চলচ্চিত্রের এত তারকা একসঙ্গে সাধারণত দেখা যায় না। আজ এখানে এসে অনেকের সঙ্গেই দেখা হয়ে গেল। আমাদের চলচ্চিত্র আরও অনেক দূর এগিয়ে যাবে, এই আশায় ব্যক্ত করি। ’
এ ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন কবরী, শাবনূর, পূর্ণিমা সুচন্দা, আলমগীর, রোজিনা, অঞ্জনা, ফেরদৌস, মিশা সওদাগর, জায়েদ খান, সাইমন, আমিন খান, ইমন, মিষ্টি জান্নাত, কায়েস আরজু, শান প্রমুখ।
কবরী বলেন, ‘আমাদের শিল্পী সমিতির আয়োজনে বড় ইফতার হলো। খুব ভালো লাগছে। শিল্পী সমিতির সফলতা কামনা করি।’
মিশা সওদাগর বলেন, ‘খুব ভালো লাগছে ইফতারে হাজির হয়ে। বহুদিন পর সবাইকে দেখলাম, গল্প করলাম। ইন্ডাস্ট্রি আমাদের ঘরের মতো। এ শিল্পী সমিতি ইফতার মাহফিলের আয়োজন করে। পবিত্র এই মাসে অনেক প্রিয় মুখ এক সঙ্গে পেয়ে অনেক ভালো লাগছে।’
অভিনেতা আলমগীর বলেন, `আমি আগেই শুনেছিলাম এবার শিল্পী সমিতি বড় পরিসরে ইফতার আয়োজন করবে। কিন্তু সেটা এত বড় আয়োজন বুঝতে পারিনি। খুব ভালো লাগছে এই সমিতি শিল্পী সবাইকে পেয়ে।
শিল্পী সমতির সভাপতি মিশা সওদাগর, ‘সাধারণ সম্পাদক জায়েদখানসহ সমিতির সব নেতাদের আগত অতিথিদের ইফতার মাহফিলে স্বাগত জানান।
জায়েদ খান বলেন `সবাইকে ধন্যবাদ আমাদের নিমন্ত্রণ রক্ষা করে আসার জন্য। আমরা চেষ্টা করেছি সবাইকে দাওয়াত দিতে। তারপরও যারা বাদ পড়েছেন তাদের কাছে ক্ষমা চাই। আমাদের চেষ্টা ছিল সবাইকে নিয়ে ঘরোয়া পরিবেশে ইফতার করবো। জানি না কেমন করতে পেরেছি, তবে আমাদের আন্তরিকতায় কোনো ত্রুটি ছিল না।
আজকের বাজার/আরআইএস