সদ্য ঘোষিত প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ফলাফলে ইবতেদায়ীতে জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ২৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ২ হাজার ৬০৭ জন এবং ছাত্রী ২ হাজার ৪১৬ জন।
শনিবার ৩০ ডিসেম্বর সচিবালয়ে ফলাফল ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়- এবছর ইবতেদায়ী পরীক্ষায় মোট ২ লাখ ৫৪ হাজার ৩৯৯ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। এর মধ্যে ১ লাখ ২৯ হাজার ৭০৩ জন ছাত্র এবং ১ লাখ ২৪ হাজার ৬৯৬ জন ছাত্রী। মোট ২ লাখ ৩৬ হাজার ৪৪৪ জন সকল বিষয়ে উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯২ দশমিক ৯৪ ভাগ। উত্তীর্ণদের মধ্যে ১ লাখ ১৯ হাজার ৯৪৪ জন ছাত্র এবং ১ লাখ ১৬ হাজার ৫০০ জন ছাত্রী। জিপিএ পেয়েছে ৫ হাজার ২৩ জন। এরমধ্যে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ছাত্রদের সংখ্যা বেশী হলেও গড় পাশের দিক থেকে মেয়েরা এগিয়ে আছে। ছাত্রদের পাশের হার ৯২ দশমিক ৪৮ ভাগ এবং ছাত্রীদের পাশের হার ৯৩ দশমিক ৪৩ ভাগ।
সর্বোচ্চ পাশের হার বিবেচনায় ৭ বিভাগের মধ্যে রাজশাহী বিভাগ শীর্ষে। উক্ত বিভাগের পাশের হার ৯৬ দশমিক ২৮ ভাগ। পঞ্চগড় জেলার পাশের হার সর্বোচ্চ, যার শতকরা হার ৯৯ দশমিক ০২ ভাগ। মোট ৬১টি উপজেলায় শতভাগ ছাত্র-ছাত্রী পাশ করেছে।
সারাদেশে বিশেষ চাহিদা সম্পন্ন ৩৫১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ৩১৪ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৮৯ দশমিক ৪৬ ভাগ। তন্মধ্যে ছাত্র ১২৯ জন এবং ১৮৫ জন ছাত্রী।
অন্যদিকে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ২৬ লাখ ৯৬ হাজার ২১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ছাত্র ১২ লাখ ৩৯ হাজার ১৮১ জন এবং ছাত্রী ১৪ লাখ ৫৭ হাজার ৩৫ জন। মোট ২৫ লাখ ৬৬ হাজার ২৭১ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯৫ দশমিক ১৮ ভাগ।
উত্তীর্ণদের মধ্যে ১১ লাখ ৭৬ হাজার ৩৩০ জন ছাত্র এবং ১৩ লাখ ৮৯ হাজার ৯৪১ জন ছাত্রী। জিপিএ ৫ পেয়েছে ২ লাখ ৬২ হাজার ৬০৯ জন। তন্মধ্যে ছাত্র ১ লাখ ১৫ হাজার ৫৪৮ জন এবং ছাত্রী ১ লাখ ৪৭ হাজার ৬১ জন।
ছাত্রদের পাশের হার ৯৪ দশমিক ৯৩ ভাগ এবং ছাত্রীদের পাশের হার ৯৫ দশমিক ৪০ ভাগ। অর্থাৎ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহনের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে আছে। গড় পাশের হারের দিক থেকেও মেয়েরা এগিয়ে আছে।
পাশের হার বিবেচনায় ৭ বিভাগের মধ্যে বরিশাল বিভাগ শীর্ষে রয়েছে। উক্ত বিভাগের পাশের হার ৯৬ দশমিক ২২ ভাগ। ৬৪ জেলার মধ্যে গোপালগঞ্জ জেলা প্রথম স্থানে রয়েছে, উক্ত জেলার পাশের হার ৯৯ দশমিক ৩৯ ভাগ। ৫০৮ উপজেলা/ থানার মধ্যে ৩টি উপজেলায় শতভাগ পাশ করেছে।
সারাদেশে ইংরেজি ভার্শনে ১১ হাজার ২৬৯ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ১১ হাজার ২০৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯৯ দশমিক ৪১ ভাগ। তন্মধ্যে ছাত্র ৬ হাজার ৩৬৬ জন এবং ছাত্রী ৪ হাজার ৮৩৭ জন।
সারাদেশে বিশেষ চাহিদা সম্পন্ন ৩ হাজার ৯৮৪ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ৩ হাজার ৫৫৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
পাশের হার ৮৯ দশমিক ১৮ ভাগ। এরমধ্যে ছাত্র ১ হাজার ৯৩৬ জন এবং ছাত্রী ১ হাজার ৬১৭ জন।
আজকের বাজার : এলকে/ ৩০ ডিসেম্বর ২০১৭