ঢাকা ক্যান্টনমেন্ট থানা এলাকায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) একটি এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করে টাকা লুট করেছে দুর্বৃত্তরা।
রোববার (২০ মে) রাতে সেহেরির পর ভোরের দিকে কোনো এক সময় ক্যান্টনমেন্ট পোস্ট অফিসের পাশে ইবিএল বুথে ওই হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হয়।
ক্যান্টনমেন্ট থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুথের ভেতরে নুরুন্নবীর লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।
তিনি বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাকে হত্যা করে বুথ থেকে টাকা লুট করা হয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ওসি মাহবুব বলেন, টাকা লুটের বিষয়ে এখনো বিস্তারিত কিছুই বলা যাচ্ছে না। ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
আজকেরে বাজার/ এমএইচ