ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১০ জুলই) সকালে ইবির রেজিস্ট্রার কার্যালয় সূত্র এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার সরকারের বিরুদ্ধে ওই অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. এম হারুন-উর-রশীদ আকসারি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. অরবিন্দ সাহাকে প্রধান করে কমিটি গঠন করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- শিক্ষার্থী উপদেষ্টা অধ্যাপক ড. এম রেজওয়ানুল ইসলাম এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদ।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ জানান, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ওই শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
আজকের বাজার/এমএইচ