কুষ্টিয়ায় ইসলামিক বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাসে মিছিল ও সভা সমাবেশে শনিবার একদিনের নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ ও ভারপ্রাপ্ত প্রক্টর ড. আনিসুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
ইবি ছাত্রলীগ ইউনিটের সভাপতি এসএম রবিউল ইসলাম পলাশ ও সাবেক নেতারা শনিবার ক্যাম্পাসে র্যালির ঘোষণা দেয়ার পর এ নিষেধাজ্ঞা জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ভারপ্রাপ্ত প্রক্টর ড. আনিসুর রহমান বলেছেন, অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে শিক্ষার্থীদের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের নিজেদের পরিচয়পত্র বহন করতে বলা হয়েছে। অন্যথায় তাদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেয়া হবে না।
এর আগে, ছাত্রলীগের ইবি ইউনিটের প্রায় ২০০ জন সাবেক নেতাকর্মী নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে একটি মিছিল বের করে। তারা ছাত্রলীগের ইবি ইউনিট সেক্রেটারি রকিবুল ইসলাম রাকিবের ওপর হামলা করে বলে অভিযোগ উঠে। পরে তিনি ক্যাম্পাস থেকে পালিয়ে যান।
আজকের বাজার/এমএইচ