কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বই মেলা। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, জাতীয় ও কালো পতাকা উত্তোলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইবি উপাচার্য অধ্যাপক এম হারুন-উর-রশীদ আসকারী সকালে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন সংলগ্ন বাংলা মঞ্চে প্রধান অতিথি হিসেবে এসব কর্মসূচির উদ্বোধন করবেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান