কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)-তে শনিবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান অডিটোরিয়ামে বেলা ১১টা ৩০ মিনিটে এ আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সম্পাদক মো. মাহবুব-উল আলম হানিফ এমপি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
ইবি’র উপাচার্য অধ্যাপক ড. মো. হারুণ- উর-রশিদ আসকারি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ঝিনাইদাহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. সেলিম তোহা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিশ্ববিদ্যালয় স্বাধীনতা দিবস উদ্যাপন উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. মো. সাইদুর রহমান ও সহকারী অধ্যাপক তিয়াসা চাকমা।
মাহবুব-উল আলম হানিফ বলেন, ১৯৫২ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত প্রতিটি আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর রাজনৈতিক মেধা, দক্ষতা ও আত্মবিশ্বাসের কারণে সফল হয়েছিলেন।
এমআর/