ইব্রার চোট গুরুতর নয় :এসি মিলান

ভয়ের কোনও কারণ নেই, জ্লাতান ইব্রাহিমোভিচের চোট গুরুতর নয়। জানাল সুইডিশ তারকার ক্লাব এসি মিলান।

সোমবার ক্লাবের অনুশীলনে অ্যাকিলিস ইনজুরি নিয়ে মাঠ ছাড়া ইব্রাকে নিয়ে তৈরি হয় সংশয়। মরশুমের বাকি সময়টা তাঁর মাঠে নামা নিয়ে তৈরি হয় জোর জল্পনা।

কিন্তু স্ক্যানের রিপোর্ট হাতে পেয়ে ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ইব্রার চোট নিয়ে সংশয়ের কোনও কারণ নেই।