ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) স্বাচ্ছন্দে ভোট দিয়েছেন ১১৫ বছর বয়সী সোনাজান বিবি।
হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার হাজী ইয়াসিন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ২ নম্বর ভোট কক্ষে আজ তিনি নিজের ভোট দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
তিনি তার নাতনির সাথে ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন। নিজের পছন্দমতো প্রার্থীকে ভোট দিয়ে অনেক খুশি এই শতবর্ষী নারী।
সোনাজান বিবি জানান, জীবনে প্রথমবারের মতো মেশিনে ভোট দিতে তার কোন সমস্যা হয়নি, বরং তিনি ব্যালটের চেয়ে অনেক সহজে ভোট দিতে পেরেছেন বলে জানান।
চতুর্থ দফায় দেশের ৫৫ পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, বিরতিহীনভাবে চলবে বেলা ৪টা পর্যন্ত।
এই দফায় ২৫ পৌরসভায় ইভিএমে ভোট নেয়া হচ্ছে। বাকি পৌরসভায় ভোট হচ্ছে ব্যালটের মাধ্যমে।
সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে ভোট দিতে দেখা গেছে। প্রতিটি কেন্দ্রে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি।