ইভিএম হচ্ছে নির্বাচনে ভোট দেয়ার আধুনিক পদ্ধতি : তাপস

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ইভিএম হচ্ছে নির্বাচনে ভোট দেয়ার একটা আধুনিক পদ্ধতি।

তিনি বলেন, “ইভিএম পদ্ধতিতে ভোট দেয়ার জন্য ঢাকাবাসী অপেক্ষা করছে। নৌকার বিজয় হলে উন্নত ঢাকার সূচনা হবে। আগামী ১ ফেব্রুয়ারি তারা নৌকার পক্ষে রায় দিয়ে উন্নত ঢাকা গড়ার জন্য আমাকে সুযোগ দেবেন বলে প্রত্যাশা করছি।” তাপস আজ রাজধানীর রায়সাহেব বাজার এলাকা থেকে নির্বাচনী গণসংযোগ শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল প্রমুখ উপস্থিত ছিলেন। তাপস বলেন, ‘আমাদের কাছে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা এই ঢাকাকে আরও উন্নত ঢাকা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য পাঁচটি লক্ষ্যকে সামনে রেখে আমরা কর্মসূচি ঘোষণা করেছি। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান