পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইভিন্স টেক্সটাইল ক্যাটাগরি পরিবর্তন হয়ে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ৩০ জুন,২০১৮ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ প্রদান না করায় ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে। আগামীকাল ২৪ সেপ্টেম্বর থেকে এ কোম্পানিটির কার্যক্রম ‘জেড’ ক্যাটাগরিতে শুরু হবে।
উল্লেখ্য, আগামীকাল থেকে কোম্পানিটির শেয়ার কিনতে কোনো প্রকার মার্জিন ঋণ না দিতে নিষেধাজ্ঞা জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।