হাউস স্পিকার ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট ট্রাম্পের ইমপিচমেন্ট সংক্রান্ত আর্টিকেলে স্বাক্ষর দান করেছেন এবং তা পরে সিনেটে জমা দেয়া হয়, যাতে করে আগামী সপ্তাহে তাঁরবিচার প্রক্রিয়া শুরু হতে পারে। ২২৮-১৯৩ ভোটে প্রস্তাবটি পাশ হয়। মিনেসোটা রাজ্যের কলিন পিটারসন শুধুমাত্র এর বিরোধীতা করেন।
বুধবার সন্ধ্যায় ভাব গম্ভীর পরিবেশে ক্ষমতার অপব্যবহার এবং কংগ্রেসে বাঁধাদান সম্পর্কিত দুটি আর্টিকেলে স্বাক্ষর দেন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। বৃহস্পতিবার সরকারিভাবে হাউস ম্যানেজারদের হাউসে স্বাগত জানানো হবে, যারা উচ্চ চেম্বারের কাছে আর্টিকেল উত্থাপন করবেন।
ওদিকে প্রেসিডেন্ট ট্রাম্প চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পাদনের সময় এই ইমপিচমেন্ট প্রক্রিয়াকে "ভাওতাবাজি " বলে উল্লেখ করেছেন।
আজকের বাজার/লুৎফর রহমান