জিজ্ঞাসাবাদ শেষে গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকারকে ছেড়ে দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
বুধবার (৬ জুন) রাতে তাকে ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেছে র্যাব।
এর আগে, বুধবার বিকেল সোয়া ৪ টার দিকে রাজধানীর শাহবাগ থেকে তাকে আটক করা হয়।
চলমান মাদকবিরোধী অভিযানে যে ক্রসফায়ার বা বন্দুকযু্দ্ধের ঘটনা ঘটছে তার বিরুদ্ধে সমাবেশের ডাক দেয় গণজাগরণ মঞ্চ। ফেসবুকে একটি ইভেন্ট তৈরি করে ওই সমাবেশ ডাকা হয়। বিকেল সোয়া ৪টার দিকে সমাবেশ চলার সময়ই তাকে নিয়ে যায় র্যাব।
ঘটনাস্থলে থাকা গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা জানান, সারাদেশে মাদকবিরোধী অভিযানে ‘বিচারবহির্ভুত হত্যাকাণ্ডের’ প্রতিবাদে সমাবেশ করছিলেন তারা। হঠাৎ সাদা পোশাকের র্যাব সদস্যরা এসে ইমরান এইচ সরকারকে একটি মাইক্রোবাসে তুলে নেয়। মাইক্রোবাসের পেছনে ছিল র্যাবের তিনটি গাড়ি। এ সময় ছাত্র ইউনিয়ন ও গণজাগরণ মঞ্চের কর্মীরা বাধা দিতে গেলে র্যাব সদস্যরা তাদের লাঠিপেটা ও গালাগালি করেন। এতে কয়েকজন আহত হয়েছে বলেও জানান তারা।
রাসেল/