পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সরকারি সূত্র শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতি বছর ২৩ মার্চ পাকিস্তানের জাতীয় দিবস উদযাপন করা হয়।
ভারতীয় সূত্র বলেন, ‘প্রধানমন্ত্রী অন্য দেশের রাষ্ট্র বা সরকার প্রধানকে তাদের জাতীয় দিবসে প্রথানুযায়ী বার্তা পাঠান। তিনি প্রধানমন্ত্রী ইমরান খানকে পাঠানো বার্তায় সন্ত্রাসমুক্ত এশিয়ার প্রতি বিশেষ জোর দিয়েছেন।’
ইমরান খানও মোদির কাছ থেকে পাওয়া বার্তা নিয়ে টুইট করেছেন। “প্রধানমন্ত্রী মোদি থেকে পাওয়া বার্তা: ‘পাকিস্তানের জাতীয় দিবসে পাকিস্তানের জনগণের প্রতি আমার শুভেচ্ছা ও শুভ কামনা জানাই। এখন সময় গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও সমৃদ্ধ অঞ্চলের জন্য উপ-মহাদেশের মানুষকে একসাথে কাজ করা, যার পরিবেশ হবে সন্ত্রাস ও সহিংসতা মুক্ত।”
গত ফেব্রুয়ারি থেকে দুই দেশের মধ্যে যে উত্তেজনা বেড়েছিল তার মধ্যে এ চিঠির বিশেষ তাৎপর্য রয়েছে বলে অনুমান করা হচ্ছে।